চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে ভবনের অনুমোদন গ্রহণ

➨ প্রয়োজনীয় কাগজপত্র

(পিডিএফ ফরম্যাটে নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে)

✓ আবেদন ফি জমা দেওয়ার চালানের কপি
✓ জমা দেওয়া ফরমের রশিদের অনুলিপি (ক্রমিক নম্বর ও অর্থের পরিমাণসহ)
✓ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্টের অনুলিপি
✓ টিআইএন সনদের অনুলিপি
✓ উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলে:
→ আরএস ও বিএস খতিয়ানের ছায়ালিপি
→ ওয়ারিশ কায়েমি সনদের অনুলিপি
✓ ক্রয়সূত্রে জমির হলে:
→ বিএস নামজারি/মূল নামজারি খতিয়ানের ছায়ালিপি (স্ক্যান কপি)
→ মূল দাতা ও গ্রহীতার নামসহ দলিলে উল্লেখিত বিস্তারিত বিবরণ-সম্পর্কিত পৃষ্ঠাগুলোর ছায়ালিপি (স্ক্যান কপি)
✓ অনুমোদিত পরিকল্পিত এলাকা (আবাসিক/বাণিজ্যিক/শিল্প
ইত্যাদি)
→ বিএস নামজারি খতিয়ানের ছায়ালিপি (স্ক্যান কপি)
→ জমির মালিকানার মূল সনদের ছায়ালিপি (স্ক্যান কপি)
→ দাতার নাম-সংবলিত পৃষ্ঠা, প্লট বরাদ্দের মূল দলিলের বিবরণ/ইজারা চুক্তি এবং ইজারা চুক্তির শর্তসমূহের ছায়ালিপি (স্ক্যান কপি)
✓ মূল আমমোক্তারনামার ছায়ালিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ মূল ইজারা চুক্তির সত্যায়িত ছায়ালিপি (স্ক্যান কপি) (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ মৌজা ম্যাপ (এ-থ্রি/এ-ফোর সাইজ)
✓ লোকেশন ম্যাপ (এ-থ্রি/এ-ফোর সাইজ)

➨ যোগাযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

সিডিএ ভবন, কোর্ট রোড,
কোতোয়ালি সার্কেল,
চট্টগ্রাম-৪০০০
টেলিফোন:০৯৬১২৩১৬১১২