লক্ষ্যনির্দিষ্ট যে কোনো খাতে (তৈরী পোশাক, চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ, সিরামিক উৎপাদন, রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল) কারখানা স্থাপনের জন্য পরিবেশগত ও সামাজিক নিবন্ধন, লাইসেন্স ও সার্টিফিকেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের বাণিজ্যিক নথিপত্র (ডকুমেন্টস) প্রয়োজন হয়। আর এসব নথিপত্রের তালিকা বেশ দীর্ঘ।