রাজউক থেকে ভবনের অনুমোদন গ্রহণ

➨ প্রয়োজনীয় কাগজপত্র

(১) অত্যাবশ্যকীয় নথিপত্রসমূহ

✓ দায়মুক্তি বন্ড
✓ ড্রয়িং অটোক্যাড (ডিডব্লিউজি)

(২) অন্যান্য নথিপত্রসমূহ

✓ গ্যাজেট অনুসারে সম্পাদিত কর্মের প্রমাণপত্র
✓ সিটি জরিপ পর্চা
✓ ভূমির বরাদ্দপত্রের অনুলিপি
✓ ডুপ্লিকেট কার্বন রিসিটের (ডিসিআর) অনুলিপি
✓ আমমোক্তারনামার অনুলিপি
✓ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অনুমোদন
✓ এফএআর ক্যালকুলেশন ডকুমেন্ট
✓ ইন্সট্রুমেন্ট ডকুমেন্টসমূহ
✓ সরকারি জমি বা প্লটের বরাদ্দপত্র
✓ নামজারি কাগজের অনুলিপি
✓ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি

(৩) ছাড়পত্র

✓ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র
✓ বিভিন্ন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত ছাড়পত্র (এনওসি)
✓ গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রাপ্ত ছাড়পত্র
✓ পরিবেশ ছাড়পত্র
✓ কেপিআই (কী পয়েন্ট ইন্সটলেশন) প্রতিরক্ষা কমিটির (কেপিআইডিসি) ছাড়পত্রের অনুলিপি
✓ স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ছাড়পত্রের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ তিতাস গ্যাসের ছাড়পত্র

(৪) সনদসমূহ

✓ সিটি করপোরেশনের সনদ
✓ ডিসি ট্রাফিক সনদ
✓ ডেভেলপারের রাজউকে তালিকাভুক্তির সনদ
✓ বিদ্যুৎ সংযোগের সনদ
✓ সিভিল ইঞ্জিনিয়ারের তালিকাভুক্তির সনদ
✓ ফায়ার সার্ভিসের সনদ
✓ ভূমি ব্যবহারের ছাড়পত্র সনদ
✓ স্পেশাল প্রজেক্ট পারমিশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ ওয়াসা সনদ

(৫) নকশা (ড্রয়িং)

✓ অ্যামোনিয়া শিট (জেপিজি)
✓ অটোক্যাড (ডিডব্লিউজি)
✓ ওল্ড ড্রয়িং (৩-ডি নকশার ক্ষেত্রে)

(৬) দলিল

(প্রযোজ্য ক্ষেত্রে)

✓ হেবা দলিল
✓ ইজারা চুক্তি
✓ মালিকানার দলিল
✓ ক্রয়চুক্তি

(৭) মানচিত্র

✓ খসড়া জরিপ মানচিত্র
গেজেটভিত্তিক মানচিত্র ও দলিলের বর্ণনা
✓ মৌজা ম্যাপ
✓ প্লট সংযোজন মানচিত্র

(৮) কর

✓ ভূমি কর পরিশোধের অনুলিপি
✓ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ

(৯) স্বাক্ষর

✓ ইঞ্জিনিয়ারের স্বাক্ষরের অনুলিপি

(১০) অন্যান্য

✓ স্থপতির সত্যায়িত অনুলিপি
✓ অন্য কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে (নির্মাণ অনুমোদন-সংক্রান্ত) তা সমাধান করা
✓ প্লট সংযুক্তির কাগজ
✓ রিভিশনাল সেটেলমেন্ট (আরএস) পর্চা
✓ মাটি পরীক্ষার প্রতিবেদন (যদি থাকে)
✓ অঙ্গীকারনামাসমূহ
✓ স্বত্বাধিকারীর ছবি

➨ যোগাযোগ

রাজউক ভবন, রাজউক এভিনিউ,
ঢাকা ১০০০
টেলিফোন: ৮৮০-২-৯৫৫৯৩৮৬
মোবাইল: ৮৮-০১৭৩০০১৩৯২৩