ঢাকা সিটি করপোরেশন থেকে ভবনের অনুমোদন গ্রহণ

➨ প্রয়োজনীয় কাগজপত্র

বহুতলবিশিষ্ট ভবনের ক্ষেত্রে পূরণকৃত অনাপত্তিপত্র (এনওসি)
(ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য)
✓ আবেদন ফি বাবদ চালানের মাধ্যমে ২৫০ টাকা পরিশোধ করতে হবে
✓ জমির মালিক যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আবেদন করতে চান, তাহলে সেই ব্যক্তির অনুকূলে প্রদত্ত আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ জমির মালিকানার কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
✓ হোল্ডিং ট্যাক্স পরিশোধের সত্যায়িত অনুলিপি
✓ ভবনের অঙ্কন ও নকশা
✓ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির বিন্যাস লিপিবদ্ধকরণ

➨ যোগাযোগ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

নগর ভবন, গুলশান সেন্টার পয়েন্ট
প্লট# ২৩-২৬, রোড# ৪৬, লেভেল-০৯
গুলশান-২, ঢাকা-১২১২
টেলিফোন: ৮৮০-২-৯৮৬০৬৮৮
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নগর ভবন, ঢাকা – ১০০০
টেলিফোন: ০২২২৩৩৮৬০১৪
০২২২৩৩৮৭৪৩১